চতুর্থ ধাপে পাবনা সদরের দশটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গত শনিবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মনোনয়নপ্রাপ্তরা হলেন মালিগাছা ইউপিতে উম্মাত আলী, মালঞ্চি ইউপিতে আব্দুল আলীম, গয়েশপুর ইউপিতে মোতাহার হোসেন মুতাই, আতাইকুলা ইউপিতে আতিয়ার রহমান, হেমায়েতপুর ইউপিতে মঞ্জুরুল ইসলাম মধু, দাপুনিয়া ইউপিতে আম্বিয়া খাতুন, দোগাছি ইউপিতে আলতাব হোসেন খান, ভাড়ারা ইউপিতে আবু সাইদ খান, সাদুল্লাপুর ইউপিতে রহিজ উদ্দিন রইজ ও চরতারাপুর ইউপিতে রবিউল ইসলাম টুটুল।