আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে গফরগাঁওয়ের নারী উদ্যোক্তাদের আয়োজনে দুই দিনব্যাপী পিঠা উৎসব গতকাল শনিবার শেষ হয়েছে। অনলাইন ভিত্তিক সংগঠন উদ্যোক্তা গফরগাঁওয়ের উদ্যোগে গত শুক্রবার বিকেলে গফরগাঁও মহিলা কলেজ রোড ফুড এক্সপ্রেস প্রাঙ্গণে পিঠা উৎসব শুরু হয়।
উৎসবে গফরগাঁওসহ আশপাশের নারী উদ্যোক্তারা স্টল দেন। উৎসবে ছিল ভাপা, আনারকলি, দুধসাগর, পাটিসাপটা, নারিকেল পিঠা, পাকন, পুলি, মিঠা, ক্ষীরপুলি, চিতই, নারকেলপুলিসহ অসংখ্য পিঠার সমাহার।
পিঠা উৎসবে অংশ নিয়ে উদ্যোক্তা নারী আফরিন বলেন, ‘গফরগাঁওয়ে এই প্রথম পিঠা উৎসবের এমন আয়োজন। এখানে পিঠা স্টল নিয়ে অংশ গ্রহণ করে ব্যাপক সাড়া পেয়েছি। আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’