হোম > ছাপা সংস্করণ

প্রথমবার হুমায়ুন আজাদের উপন্যাসে চলচ্চিত্র

বাংলা সাহিত্যে প্রথা ভাঙার রূপকার হুমায়ুন আজাদ। এবারই প্রথম এই কিংবদন্তি লেখকের কোনো উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাণ করবেন সোহেল রানা বয়াতি।

উপন্যাসটির নাম ‘১০,০০০ এবং আরও ১টি ধর্ষণ’। এটি প্রকাশ হয় ২০০২ সালে। বাংলাদেশের গ্রামীণ সমাজের ময়না নামের এক ধর্ষিত মেয়ের জীবন এবং তার নির্মম পরিণতি উঠে এসেছে এই উপন্যাসে। উপন্যাসে একজন তরুণী কীভাবে ধর্ষণের শিকার হওয়ার পর পুনরায় সামাজিক-ধর্মীয়ভাবে নিপীড়ন ও নিগ্রহের শিকার হয়, তা উপস্থাপিত হয়েছে। আর সেটিই এবার উঠে আসবে ছবির গল্পে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক সোহেল রানা বয়াতি। এই চিত্রপরিচালক এর আগে একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। ছবিটি নির্মাণের জন্য হুমায়ুন আজাদ পরিবারের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছেন নির্মাতা সোহেল রানা বয়াতি। ছবির চিত্রনাট্য লিখবেন অপূর্ণ রুবেল।

ছবির কাস্টিং ও শুটিং প্রসঙ্গে জানতে চাইলে নির্মাতা বয়াতি বলেন, ‘সবে অনুমতি নিয়েছি। সবকিছু জানানোর জন্য আরও একটু সময় চাই। কিছু চুক্তি ও টেকনিক্যাল বিষয় সমাধান করে বিস্তারিত জানাব শিগগিরই।’

সোহেল রানা বলেন, ‘আমি এর আগেও ধর্ষণ নিয়ে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছি। এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে আরও সচেতনতা দরকার। আজাদ স্যারের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এটি। অনেক দিনের ইচ্ছা এটিকে পর্দায় তুলে আনার। জানতাম, কাজটি অনেক কঠিন। তার চেয়েও কঠিন হবে পরিবারের সম্মতি। তবে বিস্ময়করভাবে এই আগ্রহ প্রকাশের পর আজাদ পরিবারের পক্ষ থেকে আমরা যথেষ্ট উৎসাহ ও সাহস পেয়েছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ