হোম > ছাপা সংস্করণ

শীত আসছে, বাড়ছে লেপের চাহিদা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিন বাড়ছে শীত। আর শীত বাড়তে থাকায় লেপ কিনছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অন্যান্য সময়ের তুলনায় লেপ তৈরির কারিগরদের দোকানে ক্রেতাদের ভিড় বেড়েছে। শীতের আগমনী বার্তার সঙ্গে পাল্লা দিয়ে লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগরেরা।

কারণ প্রতিটি এলাকাতেই শীত জেঁকে বসার আগেই শীত নিবারণে ওইসব লেপ-তোশক তৈরির দোকানে ভিড় করছে এ অঞ্চলের মানুষ। শীতের কারণে অনেকে শীত নিবারণের জন্য হালকা কাঁথা ও কম্বল ব্যবহার শুরু করেছেন। শীতের শুরুতেই লেপ-তোশক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগরেরা।

সরেজমিনে শহরের বিভিন্ন স্থানে লেপ তৈরির দোকানগুলোতে দেখা গেছে, মালিক-শ্রমিক লেপ তৈরির সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

চাঁপাইনবাবগঞ্জ কোর্ট এলাকার কারিগর সাইদুল হক বলেন, শীত মৌসুমের শুরুতে ক্রেতারা দোকানে লেপ তৈরির জন্য কারিগরদের তাগিদ দিচ্ছেন। এ বছর তুলার দাম বেড়ে গেছে। কার্পাস তুলা দিয়ে বানাতে লেপের খরচ পড়ে ১৪০০ থেকে ১৫০০ টাকা। তার চেয়ে ভালো লেপ তৈরি করতে খরচ পড়ে ১৮০০ থেকে ১৯০০ টাকা।

তবে কেউ কেউ বলছেন, এবার তুলার দাম বেশি। শীতের তীব্রতা বাড়লে লেপ তৈরি ও বিক্রি আরও বাড়বে এমনটি প্রত্যাশা ব্যবসায়ীদের।

লেপ তৈরির কারিগর লিটন বললেন, এবার কার্পাস তুলার দাম বেড়ে গেছে, সেই সঙ্গে গজপ্রতি ছয় থেকে সাত টাকা কাপড়ের দামও বেড়ে গেছে। এতে করে লেপের দাম কিছুটা বাড়তি। প্রতিদিন পাঁচ থেকে ছয়টি করে লেপ তৈরির অর্ডার পাওয়া যাচ্ছে। ­

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ