বান্দরবানের রোয়াংছড়িতে আসন্ন ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রোয়াংছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ হয়।
রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যদের পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণ বিধি নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, আগামী ২৬ ডিসেম্বর বান্দরবানের রোয়াংছড়িতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কোন অন্যায় মানা হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। যেখানে সমস্যা সম্মুখীন হবেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবেন। গত ইউপি নির্বাচনও নিরপেক্ষ হয়েছে। এবারও সুস্থ নির্বাচন হবে।