নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, শ্রীমঙ্গল বাসস্ট্যান্ড, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা, পোড়া তেল ব্যবহার করা, একই ফ্রিজে রান্না করা ও কাঁচা খাবার সংগ্রহ করাসহ বিভিন্ন অনিয়মের কারণে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ন্যায্য মূল্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি চলমান থাকবে।’