হোম > ছাপা সংস্করণ

লক্ষ্মীপুরে মহিলা দলের সম্মেলন, আংশিক কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবউদ্দিন সাবুর বাসভবন প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। পরে জেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি আফরোজা আব্বাস বলেন, ‘দেশে এখন আইনের শাসন নেই। মা-বোনদের নিরাপত্তা নেই। নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে। খালেদা জিয়াকে সরকার তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর একমাত্র কারণ তাঁকে সরকার ভয় পায়। খালেদা জিয়া মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না।’

জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্যসচিব সাহাবউদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, অ্যাডভোকেট সাহানা আক্তার সানু, লুৎফা খানম স্বপ্না প্রমুখ।

পরে সাবেরা আনোয়ারকে সভাপতি ও ফাতেমা আক্তার সুমিকে সাধারণ সম্পাদক করে জেলা মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হলেন হোসনেয়ারা বাশার, ছকিনা আক্তার, ফৌরদৌসি আক্তার, সুলতানা মনি ও সালমা অক্তার। এ ছাড়া সহসাধারণ সম্পাদক করা হয় মাসুদা আক্তার লাইলী, ফারজানা মজুমদার জনি ও নয়ন বেগমকে। সাংগঠনিক সম্পাদক করা হয় নয়ন বেগমকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ