সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জেতার আশায় জমি দান করেছেন এক প্রার্থী।
ওই প্রার্থীর নাম মোছা. মোমেনা খাতুন। তিনি পোতাজিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে প্রার্থী হয়েছেন। তিনি বর্তমানে এই সংরক্ষিত আসনের নারী সদস্য।
মোমেনা কয়েক দিন আগে মাদলা ও কাকিলামারী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসায় তিন শতাংশ ভূমি রেজিস্ট্রি কবলা করে দান করেছেন। প্রতিপক্ষ বলছে, নির্বাচনে জয়লাভ করার জন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
মোমেনা এবার মাইক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। গতকাল শনিবার সকালে মাদ্রাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় মোমেনাকে দুই গ্রামের পক্ষ থেকে সমর্থন জানানো হয়।
স্বজনরা জানান, মোমেনার শ্বশুর হযরত আলী ও স্বামী তাইজুল ইসলাম ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। শ্বশুর হযরত আলী বহু আগে ওই জায়গা মাদ্রাসার নামে মৌখিকভাবে দান করে দিয়েছিলেন। সেটি এখন দলিল করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটে জেতার জন্য কোনো প্রার্থী অর্থ ও জমি দান করতে পারেন না। এতে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নিয়ে আমাকে কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেনি।’