পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করে পাথরঘাটা থানা-পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আবুল বাশার।
স্থানীয় বাসিন্দা রাজু কাজী জানান, মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মাসখানেক আগে যুব রেড ক্রিসেন্টের কয়েকজন সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কর্তৃপক্ষ হাসপাতাল চত্বরে একটি বিছানার ব্যবস্থা করে সেখানে তাঁকে রেখে চিকিৎসা দিচ্ছিল।