হোম > ছাপা সংস্করণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে অভিযান শুরু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের লক্ষ্যে অভিযান শুরু হয়েছে। বাজারদর ও অতিরিক্ত মজুত নিয়ন্ত্রণে জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করতে ইতিমধ্যে ১৭ উপজেলায় ২৩টি কমিটি গঠন করা হয়েছে।

গতকাল সোমবার এ উপলক্ষে নগরীর রানীর বাজার, বাদশা মিয়ার বাজার, রাজগঞ্জ, চকবাজারসহ বিভিন্ন উপজেলা অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা খাদ্যনিয়ন্ত্রক এস এম কায়সার আলী ও উপজেলায় উপজেলা খাদ্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান দল।

অভিযানে বাজারের গোডাউনগুলোতে মজুতের পরিমাণ মনিটরিং করা হয়। এ সময় ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, যাঁরা কৃত্রিম সংকট সৃষ্টি করবেন, তাঁদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়া হবে।

এর আগে গত রোববার নগরীর চকবাজারের চকবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কুমিল্লা জেলার বিভিন্ন পাইকারি ও খুচরা খাদ্যশস্য ব্যবসায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি মো. সানাউল হকের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জেলা খাদ্যনিয়ন্ত্রক এস এম কায়সার আলী।

জেলা খাদ্যনিয়ন্ত্রক এস এম কায়সার আলী জানান, দেশে ফসলের যথেষ্ট উদ্বৃত্ত রয়েছে। তবুও কেন বাজারে নিত্যপণ্যের দাম বেশি। প্রধানমন্ত্রী বাজারমূল্য তদারকি করেন। তাই সারা দেশের মতো কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গোডাউনগুলোর খাদ্যদ্রব্য মজুতের পরিমাণ স্পষ্ট করতে হবে। ১৫ দিন পরপর গোডাউন মনিটরিং করা হবে। যাঁরা কৃত্রিম সংকট তৈরি করবেন, তাঁদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। ভ্রাম্যমাণ আদালতে সাজার ব্যবস্থা করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ