সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ১ কিলোমিটার সড়ক এক বছর আগে খুঁড়ে রাখলেও আজও পর্যন্ত আরম্ভ হয়নি সড়ক ঢালাইয়ের কাজ। কাজে ধীর গতি, সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে সড়কের বেহাল অবস্থা হয়েছে। টানা বৃষ্টিতে খানা-খন্দে ভরা সড়কে দুর্ভোগের শেষ নেই। যদিও প্রায় দেড় বছর আগে রাস্তার আরসিসি ঢালাই কাজের জন্য টেন্ডার নেয় ওটিক টেকনো লিমিটেড প্রতিষ্ঠান।
মৌতলা বাজার দোকান মালিক সমিতির সভাপতি শেখ মাহমুদুল হক জিল্লুর রহমান জানান, সাতক্ষীরা জেলার একটি স্বনামধন্য বাজার হিসেবে পরিচিত মৌতলা বাজার। প্রতিদিন প্রায় অর্ধশত পণ্যবাহী ট্রাক আসে এই বাজারে। রয়েছে ৩৪টি কাঁচামালের আড়ত। শ্যামনগর, কালিগঞ্জ ও দেবহাটা এই তিন উপজেলার খুচরা ব্যবসায়ীরা পাইকারি কাঁচামাল কিনতে আসে এ বাজারে। প্রতিদিন ১০ হাজার মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু ভাঙা রাস্তায় আটকা পড়ছে যানবাহন। বাড়ছে যানজট, ঘটছে দুর্ঘটনা।
বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজী ফয়সাল হোসেন বিদ্যুৎ জানান, ঘর থেকে বের হলেই ভোগান্তিতে পড়ছেন মৌতলা ইউনিয়ন বাসী। সড়কে গর্ত তৈরি হওয়ায় ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন।
বিষয়টি জানার জন্য ঠিকাদার রানা ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, ওই প্রকল্পের সরকারি বাজেটের টাকা না থাকায় ঠিকাদার কাজ করতে পারছে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন এক বছর হয়ে গেছে টেন্ডার শেষ হয়েছে। বাজেটের টাকা পেলেই অতি দ্রুত ঠিকাদার মৌতলা বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার আরসিসি কাজ আরম্ভ করবেন।
এদিকে অতি দ্রুত রাস্তার ঢালাইয়ের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।