হোম > ছাপা সংস্করণ

শাজাহানপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে আড়িয়া ইউনিয়নের ফুলতলা নামক স্থানে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতাবস্থায় আরেক আরোহী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন।

নিহত শিক্ষার্থী সিদ্দাত উল্লাহ (১৬)। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার ওয়াহেদুজ্জামানের ছেলে সে। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায়। আহত অন্যজন বগুড়া শেরপুর পৌর শহরের ধুনট মোড় তালতলা এলাকার মো. হাসান (১৭)। সে নিহত সিদ্দাতের বন্ধু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বগুড়ার দিক থেকে ঢাকামুখী এক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই সিদ্দাতের মৃত্যু হয়। আহত অপরজনকে স্থানীয়রা বগুড়া শজিমেকে জরুরি বিভাগে নেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী শাজাহানপুর থানার (এসআই) উপপরিদর্শক আরিফ বলেন, বাসটি জব্দ করা সম্ভব হয়নি। কেউ কেউ বলছেন, শ্যামলী পরিবহনের বাস ছিল সেটি। সেই বাসের নম্বর কেউ বলতে পারছেন না।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ