হোম > ছাপা সংস্করণ

চাঁদাবাজি বন্ধে অটো চালকদের ধর্মঘট

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর ও খুলনার ডুমুরিয়া উপজেলার অর্ধশতাধিক ইজিবাইক চালক চাঁদাবাজি বন্ধের দাবিতে ধর্মঘট করেছেন। গতকাল সোমবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ সংলগ্ন পাবলিক ময়দানে এই ধর্মঘট পালন করা হয়। এ ছাড়া উপজেলার গৌরীঘোনা এলাকায় অবৈধভাবে চাঁদাবাজি বন্ধের দাবিতে ইজিবাইক চালকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে কেশবপুরের গৌরীঘোনা পর্যন্ত চলাচল করে ইজিবাইক। অধিকাংশ চালক ভাড়া নিয়ে ইজিবাইক চালান। ইজিবাইক চালিয়ে যে সামান্য অর্থ আয় হয়, তা দিয়ে সংসার চালাতে হয়। কিন্তু ইজিবাইকে যাত্রী নিয়ে কেশবপুরের গৌরীঘোনা ইউনিয়নে পৌঁছালে রয়নাবাজ গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান হাবু, শিশির ও আব্দুস সামাদ তাদের কাছে অবৈধ ভাবে চাঁদা দাবি করেন। প্রত্যেক ইজিবাইক চালককে প্রতিদিন গাড়ি প্রতি অন্তত ৫০ টাকা চাঁদা না দিতে হয়। তা না হলে ইজিবাইক চালকে নামিয়ে মারধর করেন চাঁদা আদায়কারীরা। এমনকি যাত্রীদের নামিয়ে খালি ইজিবাইক চুকনগরে ফিরিয়ে দেন তাঁরা। এতে ইজিবাইক চালকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। প্রায় চালকেরা দুর্ঘটনায় পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘ভুক্তভোগী ইজিবাইক চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ