ইংল্যান্ডের হাতে ভারত যে এভাবে অসহায় আত্মসমর্পণ করবে তা হয়তো কেউ ঘুণাক্ষরেও কল্পনা করেনি। সবাই ভেবেছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের মতো আরেকটি ফাইনাল হবে ভারত-পাকিস্তানের। কিন্তু মেলবোর্নে যাওয়া হলো না রোহিত শর্মাদের। অ্যাডিলেড ওভালে গতকাল ভারতকে বিধ্বস্ত করে ইংল্যান্ডকে ফাইনালে তুলেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। এ নিয়ে টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের পরাজয় দেখল টিম ইন্ডিয়া।
এমন পরাজয় স্বাভাবিকভাবে মেনে নেওয়া কঠিন ভারতীয়দের জন্য। হতাশ রোহিতদের কোচ রাহুল দ্রাবিড়ও। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মলনে এসে তিনি বলেছেন, ‘হ্যাঁ, সেমিফাইনালে যাত্রা থেমে যাওয়ায় হতাশ।’ অথচ সুপার টুয়েলভের গ্রুপ-২ থেকে শীর্ষ দল হিসেবে শেষ চারে উঠেছিল ভারত। কিন্তু ক্রিকেটে একটা দিন খারাপ যাওয়ায় কত বড় স্বপ্নভঙ্গ হতে পারে তা দেখলেন দ্রাবিড়রা। তবে হারলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুললেন না তিনি, ‘আজ (গতকাল) খারাপ একটা দিন গেল। তারা (ইংল্যান্ড) সত্যি প্রত্যেক বিভাগে ভালো করেছে। স্কোরলাইন তাই দেখাচ্ছে। এমন হার মেনে নেওয়া কঠিন। আমি মনে করি, সব মিলিয়ে ভালো এক অভিযান শেষ হলো।’
এবারের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একমাত্র ব্যাটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের বেশ কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্সও ছিল অসাধারণ। কয়েক বছর ভারতও টি-টোয়েন্টিতে দারুণ খেলেছে। সে কথা স্মরণ করিয়ে দিলেন দ্রাবিড়, ‘গত কয়েক বছর, আমরা কিছু ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছি। এমনকি এই আসরেও। আমাদের অনেক খেলোয়াড় ব্যক্তিগত নৈপুণ্য দেখিয়েছে। তবে এই দিন আমরা যথেষ্ট ভালো খেলিনি।’