পটুয়াখালীর দুমকিতে ইউনিয়ন আওয়ামী লীগের বিতর্কিত কমিটি বাতিল ও পুনর্গঠনের নির্দেশ দিয়েছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ঘোষিত কমিটি নিয়ে নেতা-কর্মীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া, প্রতিবাদ-বিক্ষোভ, মানববন্ধনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিটি পুনর্গঠনে জেলা আওয়ামী লীগের সদস্য কাজী রুহুল আমীন, মো. হারুন অর রশিদ হাওলাদার, মো. আমিনুল ইসলাম সালাম ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. মিজানুর রহমান সিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের দ্রুত সময়ে আলোচনার ভিত্তিতে ওই ইউনিয়নের যোগ্য ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নে নতুনভাবে কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৯ নভেম্বর দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সৈয়দ ফজলুল হককে আহ্বায়ক করে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৬৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে। কমিটি ঘোষণার পরপরই কমিটির বাতিল দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে।