ডিজেল-কেরোসিন ও এলপি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি করে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাম সংগঠনের নেতারা। গত সোমবার বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সভাপতি বীরেন্দ্র বর্মনের সভাপতিত্বে এবং মহানগর শাখার আহ্বায়ক আজাহারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা বাসদের ইনচার্জ ইমাম হোসেন খোকন, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট অমিত হাসান দিপু প্রমুখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিত্য পণ্যের দাম লাগামহীন ভাবে বেড়ে চলছে। এতে সাধারণ মানুষের জীবনে দুর্ভোগ বাড়ছে। সেই সঙ্গে সম্প্রতি ডিজেল-কেরোসিন ও এলপি গ্যাসের মূল্য যে হারে বেড়েছে, তা মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে এসব জ্বালানি পণ্যের বর্ধিত মূল্য কমানোর দাবি জানান তাঁরা।