ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি অনুষদের ডিন নির্বাচন ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রার্থী চূড়ান্ত করে মনোনয়নপত্র জমা দিয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দল ও বিএনপিপন্থী শিক্ষকদের সাদা দল। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় গতকাল রোববার দুপুর পর্যন্ত ১০টি অনুষদের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে ১৯টি।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেন, নীল দলে সামাজিক বিজ্ঞান অনুষদে দুজন প্রার্থী রয়েছেন। হয়তো তাঁরা পরে প্রত্যাহার করে নেবেন।
সাদা দলেন প্রার্থীরা হলেন অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মো. ইমরান কাইয়ুম, অধ্যাপক ড. মো. আখতার হোসাইন খান, মো. ইসরাফিল রতন, অধ্যাপক ড. এ এস এম আমান উল্লাহ, অধ্যাপক ড. মো. হায়দার আলী।
নীল দলের প্রার্থীরা হলেন অধ্যাপক ড. আবদুল বাছির, অধ্যাপক আব্দুল মঈন, অধ্যাপক আব্দুস ছামাদ, অধ্যাপক ড. রহমত উল্লাহ, সীতেশ চন্দ্র বাছার, অধ্যাপক এ কে এম মাহবুব হাসান, অধ্যাপক হাফিজ মুহম্মদ হাসান বাবু, অধ্যাপক ড. নিসার হোসেন, অধ্যাপক জিল্লুর রহমান, অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. জিয়া রহমান।