হোম > ছাপা সংস্করণ

ওমরাহ ফজিলতপূর্ণ ইবাদত

ড. মুফতি হুমায়ুন কবির

ওমরাহ শব্দের আভিধানিক অর্থ জিয়ারত করা ও কোনো জনবসতিপূর্ণ স্থান দেখার ইচ্ছা করা। নির্দিষ্ট স্থান থেকে ইহরাম বাঁধা, তাওয়াফ করা, সাফা-মারওয়াতে সায়ি করা এবং মাথা মুণ্ডন করা বা চুল কাটা—এই চার কাজকে ইসলামে পরিভাষায় ওমরাহ বলা হয়। ওমরাহকে হজে আসগর বা ছোট হজ বলা হয়।

কাতাদাহ (রহ.) বর্ণনা করেন, আমি আনাস (রা.)-কে জিজ্ঞেস করলাম, ‘নবী (সা.) কয়বার ওমরা করেছেন?’ তিনি বললেন, ‘চারবার। এক. জিলকদ মাসে, হুদায়বিয়ার সন্ধির সময়, যখন কাফিররা বাধা দিয়েছিল (এ সময়ে আসলে ওমরাহ না হলেও ওমরাহর সওয়াব অর্জিত হয়েছে; তাই সেটিকেও ওমরাহ গণ্য করা হয়েছে)। দুই. সন্ধির শর্ত মতে পরের বছর জিলকদ মাসে। তিন. জিরানার ওমরাহ, যখন তিনি হুনাইনের গনিমত বণ্টন করেছিলেন। চার. (বিদায় হজে)।’ আমি বললাম, ‘কয়বার হজ করেছেন?’ তিনি বলেন, ‘একবার।’ (বুখারি)

ওমরাহর ফজিলত অনেক। এর মাধ্যমে পাপের কাফ্ফারা হয়ে যায়। মহানবী (সা.) এরশাদ করেন, ‘এক ওমরাহ আরেক ওমরাহ পর্যন্ত সময়ের গুনাহের কাফ্ফারা। আর মাবরুর হজের প্রতিদান কেবল জান্নাত।’ (বুখারি) যে হজে সকল শর্ত ও নিয়মকানুন পূর্ণভাবে আদায় করা হয়, তাই মাবরুর হজ। কারও হজ কবুল হওয়ার নিদর্শন হলো, হজ থেকে এসে জীবন পাল্টে যাওয়া এবং পাপের পথ পরিহার করা। মহানবী (সা.) এরশাদ করেন, ‘তোমরা হজ ও ওমরাহ করতে থাক। কেননা তা অভাব ও পাপ দূর করে—যেমনভাবে কামারের হাপর লোহা, স্বর্ণ ও রুপার ময়লা দূর করে। আর মাবরুর হজের একমাত্র প্রতিদান জান্নাত।’ (তিরমিজি) তাই সামর্থ্যবানদের জন্য একাধিক ওমরাহ করতে ইসলামে বাধা নেই।

লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ