হোম > ছাপা সংস্করণ

বিএনপির স্মারকলিপি নেয়নি জেলা প্রশাসন

যশোর প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দেওয়া স্মারকলিপি নেয়নি যশোর জেলা প্রশাসন।

গতকাল বুধবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির নেতারা এ স্মারকলিপি দিতে যান। পরে বিএনপির নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করের।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, নুরুন্নবী, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।

প্রতিবাদ সভায় নেতারা বলেন, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং প্রয়াত রাষ্ট্রপতির স্ত্রী। তিনি দেশের একজন সম্মানিত ও জ্যেষ্ঠ নাগরিক। তাঁরও উন্নত চিকিৎসার অধিকার রয়েছে। কিন্তু সরকার তাঁকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করছে। এমনকি সরকারকে এ ব্যাপারে জনমানুষের দাবির ব্যাপারে জানানোর পথটিও রুদ্ধ করে দেওয়া হয়েছে।

যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, ‘একটি গণতান্ত্রিক দেশ এভাবে চলতে পারে না। আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম দাবি নিয়ে। কিন্তু প্রশাসন আমাদের দাবি সংবলিত স্মারকলিপিটিই গ্রহণ করেনি। এটা কাম্য নয়।’

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে কারাগারে যাওয়া খালেদা জিয়া সরকারি আদেশে মুক্ত থাকার মধ্যে এখন অসুস্থ হয়ে ঢাকার বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় সরকার। কিন্তু সরকারের সায় এখনও পায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ