ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়ি আসামিপক্ষ ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে বাদীর বাড়িতে আসামিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঢুকে মামলা তুলে নিতে হুমকি দেন। এ সময় মামলা তুলে নিতে না চাইলে আসামিরা বাদীর বাড়ি ভাঙচুর করেন।
মামলার বাদী একুব্বর হোসেন জানান, ৫ নভেম্বর তাঁর ছেলে বাবুল মণ্ডলের বাড়ির পাশে খেলা করছিল। এ নিয়ে বাবুল মণ্ডলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে বাবুল মণ্ডলের সমর্থকেরা একুব্বরের ছেলেসহ পরিবারের লোকজনকে মারধর করেন। এ ঘটনায় ঝিনাইদহ আদালতে একুব্বর বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন।
একুব্বর হোসেন জানান, আসামিরা গত বুধবার রাত ১২টায় দেশি অস্ত্র নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে বাদীর গলায় রামদা ঠেকিয়ে মামলা তুলে নিতে বলেন। পরে বাড়ির লোকজন ছুটে এলে তাঁদের ওপরেও চড়াও হন। এমনকি বাড়িঘর ভাঙচুর করেন।
মামলার আসামি বাবলু বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। আমাদের ফাঁসাতে চক্রান্ত করা হচ্ছে।’
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।