কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জুয়েল আহমদ দলীয় মনোনয়ন না পেয়ে মিষ্টি বিতরণ করেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা তা আজ মঙ্গলবার ঘোষণা করবেন।
গত রোববার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড শমশেরনগর ইউনিয়নে যুবলীগ নেতা আব্দুল মালিক বাবুলের নাম ঘোষণা করে। এ খবরে তিনি স্থানীয় বাজারের একটি দোকানে কয়েকজনকে নিয়ে মিষ্টি বিতরণের ছবি ফেসবুকে দেন চেয়ারম্যান জুয়েল আহমদ।
জুয়েল আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘ ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। দলীয় মনোনয়ন না পেলেও আমি হতাশ নই। স্থানীয় নেতা-কর্মী ও ভোটারদের আস্থা ও ভালোবাসার কথা চিন্তা করে আমি নির্বাচনে অংশ নেব।’
মিষ্টি বিতরণের বিষয়ে জানতে চাইলে জুয়েল আহমদ বলেন, অনেকটা ক্ষোভ থেকে মিষ্টি বিতরণ করেছেন তিনি।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচকে সামনে রেখে শমশেরনগর থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান পাঁচজন। তাঁদের জীবন বৃত্তান্ত জমা দেয় উপজেলা আওয়ামী লীগের কাছে।