দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ থেকে অনুপ্রাণিত বেন মাসগ্রেভের ‘ইন্ডিগো জায়ান্ট’ নাটকটি মঞ্চে আসছে ‘নীল ছায়া’ নামে। প্রযোজনা ও অনুবাদ করেছেন লীসা গাজী।
নায়লা আজাদ নুপুরের নির্দেশনায় ‘নীল ছায়া’ নাটকটি মঞ্চে আনছে কমলা কালেক্টিভ। আজ থেকে টানা তিন সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির চারটি প্রদর্শনী হবে। ৮ ও ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং ৯ সেপ্টেম্বর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাটকটি।