বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তিনি বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিংহেরকাঠী গ্রামের মৃত বাছের আলী সরদারের ছেলে আব্দুল মালেক সরদার (৭০)। গত শনিবার রহমতপুর থেকে বাড়ি ফেরার পথে রহমতপুর বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান ট্রাভেলস পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন তিনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমলেশ চন্দ্র হালদার জানান, বিভিন্ন এলাকায় নিহতের পরিচয় পেতে খোঁজ খবর নেন তিনি। অবশেষে রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামাল হোসেন পুতুল সিংহেরকাঠী গ্রামের নিহতের ভাই সাহেদ আলীকে সঙ্গে নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে গিয়ে ভাইকে শনাক্ত করেন।