নরসিংদীর রায়পুরায় পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. মাহাবুব আলম শাহীন। তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ও শাহীন জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক।
গত শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৫ নভেম্বর, যাচাই-বাছাই ২৯ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।