হোম > ছাপা সংস্করণ

নবান্ন উৎসব ‘ওয়ানগালা’

মধুপুর প্রতিনিধি

মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় গারোদের নবান্ন উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মধুপুরের পীরগাছা ও গায়রাতে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ষার বিদায় আর শীতের আগমন বার্তার প্রাক্কালে জমি থেকে ধান ঘরে তোলার আগে গারোরা দেবতাদের নামে ফসল উৎসর্গ করে এ অনুষ্ঠান করে থাকে।

পীরগাছা সেন্ট পলস বিদ্যালয় মাঠে ও গায়রা গ্রামের উপাসনালয়ে সকালে এই দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশপ শুব্রত হাওলাদার, সেন্ট পলস মিশনের পুরোহিত লরেন্স রিবেরু। গারো তরুণিরা তাঁকে নেচে-গেয়ে বরণ করেন নেন। এ সময় তাঁরা দেশ ও জাতির মঙ্গল কামনা করে বক্তব্য দেন। বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি অজয় এ মৃসহ অনেকেই উপস্থিত ছিলেন।

অপরদিকে গায়রা গ্রামের গীর্জায় অতিথি ছিলেন জলছত্র মিশনের পুরোহিত মাইকেল সরকার। এ ছাড়া জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সুচনারুরামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

‘ওয়ানা’ মানে দানসামগ্রী, আর ‘গালা’ অর্থ উৎসর্গ করা। তাঁদের বিশ্বাস, দেবতা মিসি সালজংয়ের নির্দেশে সূর্য বীজ থেকে চারার অঙ্কুরোদ্গম ও তার পরিপক্বতা ঘটায়। তাই ফসল তোলার আগে তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ওয়ানগালা উৎসবের মাধ্যমে। গারো সম্প্রদায়ের কাছে এটি খুব গুরুত্বপূর্ণ উৎসব।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ