হোম > ছাপা সংস্করণ

হামলা-মামলায় নির্বাচনী মাঠে উত্তাপ, কোণঠাসা স্বতন্ত্ররা

এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া

পুঠিয়ায় ভোটের ঠিক আগ দিয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী অফিসে একের পর এক আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। গত তিন দিনের হামলা-মামলায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

গত শনিবার ভোর রাতের দিকে চকধাধাস ওয়ার্ডে ও গতকাল রোববার ভোররাতে শাহাবাজপুর ওয়ার্ডের নির্বাচনী অফিসে আগুন লাগানো হয়।

এর আগে গত শুক্রবার ভোররাতে বানেশ্বর ইউনিয়ন পরিষদের পীরের ঢালান নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের নির্বাচনী অফিসে ভাঙচুর ও আগুন লাগানো হয়। ওই দিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দুলালের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। ওই রাতেই বেলপুকুর ইউনিয়নের বড় ধাঁধাস এলাকার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুলের প্রচার বহরে অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সব ঘটনায় থানায় পৃথক অভিযোগ দেওয়া হয়েছে।

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুঠিয়া উপজেলার দুটি ইউপিতে ৫ জানুয়ারি ভোট।

বেলপুকুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিবুল হক বলেন, ‘গত শনিবার রাতে প্রচার শেষে আসার পথে বড় ধাঁধাস এলাকায় আমাদের ওপর বহিরাগত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সে সময় ওই সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।’

তবে বেলপুকুর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান বলেন, প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত ও কোণঠাসা করতে হামলা ও অগ্নিসংযোগ দলীয় প্রার্থীদের একটা সাজানো নাটক।

বানেশ্বর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, একটি পক্ষ নৌকাকে পরাজিত করতে বিভিন্ন ওয়ার্ডে ষড়যন্ত্র করছে। নৌকার নির্বাচনী অফিসগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে।

এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক দুলাল বলেন, ‘আমি বিএনপি নেতা হলেও ভোটে দাঁড়িয়েছি স্বতন্ত্রভাবে। বিগত সময় নির্বাচনী মাঠ সুষ্ঠু থাকলেও এখন সরকার দলীয় প্রার্থীর হামলা-মামলায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী এলাকার বিএনপি নেতা-কর্মীদের নামে সম্প্রতি ঢালাওভাবে মামলা করেছেন। আটকের আতঙ্কে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন।’

এ বিষয়ে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক রাজিব তাঁর ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন। সেই সঙ্গে শনি ও রোববার ভোররাতে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ার বিষয়ে আলাদা অভিযোগ দিয়েছেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বানেশ্বর ইউনিয়ন পরিষদে গত শুক্রবার ও রোববার পৃথক দুটি নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়া হয়। প্রার্থী আবুল কালাম আজাদ থানায় অভিযোগ দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ