হোম > ছাপা সংস্করণ

শেষ হলো বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালায় অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো দ্বিতীয় বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত রোববার আনুষ্ঠানিকভাবে এ উৎসব শেষ হয়।

পুণ্ড্রনগর চলচ্চিত্র সংসদ, বগুড়ার আয়োজনে ২৩ ডিসেম্বর বগুড়া জিলা স্কুলের মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটরিয়ামে শুরু হয় উৎসবটি। একই সঙ্গে শুরু হয় বগুড়ার ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা।

উৎসবে প্রদর্শিত হয় নির্বাচিত ৪৩টি চলচ্চিত্র। ২৫ ডিসেম্বর মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী শেষে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নাম ঘোষণা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, আবু সায়ীদ সিদ্দীকি ও আরিফুজ্জামান আরিফ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেরদৌস ওয়াহিদ সুমন। উৎসব পরিচালক সুপিন বর্মণ জানান, বিশ্বের ১৫টি দেশের ১৮০টি চলচ্চিত্র থেকে ৪৩টি নির্বাচিত চলচ্চিত্র নিয়ে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।

আয়োজনের কর্মসূচিতে ছিল চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা, যেখানে মুখ্য প্রশিক্ষক হিসেবে ছিলেন নির্মাতা খন্দকার সুমন। উৎসবে পাঁচ ক্যাটাগরিতে চারটি চলচ্চিত্রকে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড দেওয়া হয়। চিলড্রেন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে ভারতের চলচ্চিত্র কুকলি। নতুন নির্মাতার চলচ্চিত্রের পুরস্কার অর্জন করে বাংলাদেশ থেকে ফারহানুর ইমতিয়াজের চলচ্চিত্র সেভেন বিউটিফুল আওয়ারস, ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যর পুরস্কার পায় বাংলাদেশের চলচ্চিত্র ইথিকস এবং আন্তর্জাতিক ডকুমেন্টারি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে ভারতের চলচ্চিত্র অ্যান অ্যামবিজিয়াস ভয়েজ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ