নাটোরের বড়াইগ্রামে পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত রোববার দুপুরে উপজেলার জোনাইল আব্দুল মোড়ে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার ওই বৃদ্ধের ছেলে হানিফ আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
ওই বৃদ্ধের নাম সোলাইমান আলী (৭০)। তিনি উপজেলার জোনাইল গ্রামে বাসিন্দা।
বৃদ্ধের ছেলে হানিফ আলী বলেন, তাঁর বাবা একজন ব্যাটারিচালিত অটোভ্যানচালক। উপজেলার জোনাইল সড়কপাড়া গ্রামের আমানত আলী (৪২) বিভিন্ন সময় তাঁর পরিবারের সদস্যদের নিয়ে অশ্লীল ও কটূক্তিমূলক কথাবার্তা বলেন। বিষয়টি নিয়ে গত শনিবার স্থানীয় ব্যক্তিদের নিয়ে সালিস বসে। সালিসে এ ধরনের কর্মকাণ্ড করবে না মর্মে আমানত আলী অঙ্গীকার করেন। গত রোববার দুপুরে তাঁর বাবা ভ্যান নিয়ে জোনাইল আব্দুল মোড় দিয়ে যাওয়ার পথে আমানত আলী, তাঁর ছেলে শরীফ (২০), ভাই আগামত আলী (৪৭) ও স্ত্রী মেফালী বেগম (৪০) পথরোধ করে মারধর করে আহত করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাঁর বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে আমানত আলী বলেন, আলাপ করতে গিয়ে কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, কটূক্তির প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে আহত করার বিষয়ে অভিযোগ পেয়েছেন তিনি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।