হোম > ছাপা সংস্করণ

চুরি দেখার ‘খেসারত’ দেড় শ কলাগাছ

গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের দেড় শতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ। গত রোববার রাতে উপজেলার বরমী ইউনিয়নের পেলাইদ গ্রামে ওই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন (৭০) থানায় লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী নিজাম উদ্দিন উপজেলার বরমী ইউনিয়নের পেলাইদ গ্রামের বাসিন্দা। তিনি পেলাইদ গ্রামের দোখলা এলাকায় রেনেটা লিমিটেডের মালিকানাধীন একটি মৎস্য খামারের দেখাশোনা করেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. শফিকুল ইসলাম (৪০) ও মো. শাহীন (৪০)।

ভুক্তভোগী নিজাম উদ্দিন বলেন, ‘অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে রাতের অন্ধকারে পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে যান। এমন সংবাদের ভিত্তিতে গত রোববার গভীর রাতে মাছ ধরতে আসলে তখন আমি টর্চলাইট দিয়ে অভিযুক্তদের দেখে নাম বলে ডাকাডাকি করতে থাকি। এরপর অভিযুক্তরা জাল ফেলে পালিয়ে যান।’

ভুক্তভোগী আরও বলেন, ‘এরপর আমার প্রতি ক্ষিপ্ত হয়ে একই রাত তিনটার দিকে আমার থাকার ঘরে বাইরে থেকে তালা ঝুলিয়ে মৎস্য খামারের পাশে রোপণ করা কলাগাছ কাটা শুরু করে। কলাগাছ কাটার শব্দ শুনে ঘর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করেও বের হতে পারিনি। আমার চিৎকারে খামারে থাকা অপর কর্মচারী ছুটে এসে আমার দরজা খুলে দেন। বের হয়ে দেখি কলাবাগানের সব গাছ কাটা।’

অভিযুক্ত মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি কেন তাঁর কলাগাছ কাটতে যাব?

আপনাকে তো টর্চ লাইটের আলোতে ভুক্তভোগী মাছ চুরি করতে দেখেছেন? এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত শফিকুল কোনো উত্তর না দিয়ে সংযোগটি কেটে দেয়।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ