হোম > ছাপা সংস্করণ

‘নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল ছিলেন অসাম্প্রদায়িক ’

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদরা। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেতাজি-বঙ্গবন্ধু-নজরুল জনচেতনাযাত্রা’র অংশ হিসেবে ‘বঙ্গবন্ধুর চোখে নেতাজি ও নজরুল’ শীর্ষক আলোচনায় বক্তারা এই মন্তব্য করেন।

গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এর আয়োজন করে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (অন্তর্বর্তীকালীন) ও ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন। মূল বক্তা ছিলেন বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

নেতাজি সুভাষ চন্দ্র বোস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ত্রিরত্ন আখ্যা দিয়ে অধ্যাপক মো. জালাল উদ্দিন বলেন, ‘বাঙালির এই ত্রিরত্ন ছিলেন প্রকৃত ত্যাগী ও দেশপ্রেমিক সূর্যসন্তান। তাঁরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।’

অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘নেতাজি, বঙ্গবন্ধু ও নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী। তাঁরা সব সময় সাম্য ও মানবতার জয়গান গেয়েছেন।’

সভাপতির বক্তব্যে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘আমাদের দেশে পাকিস্তানের প্রেতাত্মারা এখনো সক্রিয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ