চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের আটজন গ্রাম পুলিশ অবসরকালীন ভাতা পাননি দীর্ঘ ১২ বছরেও। তাঁদের মধ্যে অনেকে মারা গেছেন।
জানা যায়, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রতি ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে একজন করে গ্রাম পুলিশ কর্মরত থাকেন। এ ছাড়া গ্রাম পুলিশের ঊর্ধ্বতন হিসেবে প্রতি ইউনিয়নে একজন করে দফাদার থাকেন। একজন গ্রাম পুলিশ (চৌকিদার) ও দফাদারের দায়িত্ব ২৪ ঘণ্টা। গ্রাম পুলিশের অবসর ভাতা এককালীন অনুদান ৫০ হাজার টাকা। এর অর্ধেক টাকা সরকার এবং বাকিটা ইউনিয়ন পরিষদ থেকে দেওয়ার কথা। কিন্তু অবসরের কারও ১২ বছর, আবার কারও ৪ বছর পর্যন্ত চলে গেলও পরিষদের পক্ষ থেকে যে ২৫ হাজার টাকা দেওয়ার কথা, তা পরিশোধ হয়নি। এর মধ্যে অনেকেই মারা গেছেন।
অবসর ভাতা না পাওয়া গ্রাম পুলিশরা হলেন, ১ নম্বর ওয়ার্ডের মনিরুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের আবদুল গনী, ৭ নম্বর ওয়ার্ডের দুদু মিয়া, ৯ নম্বর ওয়ার্ডের আহমদ হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের রশিদ মিয়া, ৩ নম্বর ওয়ার্ডের আবু তাহের, ৮ নম্বর ওয়ার্ডের আবদুল গফুর এবং ৯ নম্বর ওয়ার্ডের ইছহাক।
চৌকিদার আবু তাহের বলেন, ‘আমরা এই পেশা থেকে সামান্য আয় দিয়ে কোনো রকম সংসার চালাতাম। অল্প আয়ের কারণে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারিনি। স্বপ্ন ছিল অবসরের পর এককালীন ৫০ হাজার টাকা পাব। সেই টাকা দিয়ে ছোটখাটো একটা পানের দোকান দেব। কিন্তু সে স্বপ্নও ভেসে গেল। সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা পেলেও পাইনি পরিষদের পক্ষ থেকে ২৫ হাজার টাকা।’
এ বিষয়ে সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহমদুর রহমান বলেন, ‘পরিষদের ফান্ডে টাকা না থাকায় তাঁদের টাকা পরিশোধ করতে পারিনি।’