হোম > ছাপা সংস্করণ

ঘন কুয়াশায় ফেরি বন্ধ, দীর্ঘ যানজট

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌপথে গতকাল বুধবার সকালে সাড়ে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে ঘাট এলাকায় ৬ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

গতকাল বেলা ১১টার দিকে দেখা যায়, ফেরিঘাট থেকে তেনাপচা পদ্মার মোড় পর্যন্ত ৬ কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা সারি। এর মধ্যে বেশির ভাগই দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা সাধারণ পণ্যবাহী গাড়ি।

যশোর থেকে ধান বোঝাই করে ঢাকা যাচ্ছেন ট্রাকচালক আনোয়ার হোসেন। তিনি সোমবার ভোরে যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। তাঁর গাড়িটি বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এসে পৌঁছালে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সিরিয়ালে আটকে দেন। সেখানেও গাড়ির লম্বা লাইন রয়েছে। বেলা ১১টা থেকে প্রায় ২১ ঘণ্টা মোড়ে আটকে থাকার পর গত মঙ্গলবার সকাল ৮টার দিকে তাঁকে দৌলতদিয়া ফেরিঘাটের দিকে যেতে দেওয়া হয়।

আনোয়ার হোসেন বলেন, ফেরিঘাটের দিকে এসেও ঘাট থেকে প্রায় ৫ কিলোমিটার পেছনে যানজটে আটকা পড়েন। এক দিনেরও বেশি সময়ে প্রায় ৩ কিলোমিটারের পথ সামনের দিকে এগোতে পেরেছেন। এখনো ফেরিঘাট থেকে আরও প্রায় ২ কিলোমিটার পেছনে আছি। ফেরিতে উঠতে আরও এক দিন লাগবে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, বর্তমানে ছোট-বড় মিলে এই রুটে ফেরি চলছে ১৫টি। ফেরি স্বল্পতা এবং নাব্যসংকটের কারণে যানজট কমছে না। এ ছাড়া গতকাল সকালে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চালু করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ