হোম > ছাপা সংস্করণ

পিস্তল চাইনিজ কুড়াল গুলি উদ্ধার, আটক ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট শহর থেকে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট শহরের আলীয়া মাদ্রাসা রোডের মো. এবাদুল হোসেন তালুকদারের বাড়ি থেকে তিনটি পিস্তল, ১২ রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল ও রড উদ্ধার করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কে এম আরিফুল হক এসব তথ্য জানিয়েছেন। আটক ব্যক্তিরা হলেন, বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার মানিক হাওলাদার (৩০) ও একই এলাকার রুবেল সরদার (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর খুলনা-মাওয়া মহাসড়কের পাশের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে মানিক হাওলাদার ও রুবেল সরদার নামের সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন।

তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী গত শুক্রবার সকালে শহরের দক্ষিণ সরুই আলিয়া মাদ্রাসা রোড এলাকার পলাতক আসামি মাহফুজ কাজীর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ঘরের পাশের মুরগির ঘর থেকে তিনটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, দুটি চায়নিজ কুড়াল ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ঘটনায় তিনজনকে আসামি করে বাগেরহাট সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। অন্য আসামি মাহফুজ কাজী এবং অস্ত্র সংরক্ষণ ও ব্যবহারের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট থানায় একাধিক মামলা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ