মুলাদীতে অস্বাভাবিক ভাবে মারা যাওয়ায় স্কুলছাত্রী স্বর্ণা আক্তারের মরদেহ গতকাল পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্বর্ণা আক্তার কাজিরচর ইউনিয়নের খাসেরহাট বাজার কান্দি গুচ্ছ গ্রামের মোস্তফা বয়াতির মেয়ে। জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বর্ণার মা ও পরিবারের সদস্যেরা তাকে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় স্বর্ণার মা চিকিৎসক ও পুলিশকে জানান, স্বর্ণা চৌকির নিচ থেকে মাটি সরাতে গিয়ে আর্থিং এর রডে বিদ্যুতায়িত হয়েছে। এ জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
কিন্তু স্বর্ণার হাতে মাটি না থাকায় এবং আর্থিং থেকে বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা কম থাকায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশ বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে পরিদর্শনে যায়।
মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, স্বর্ণার মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ বলা যাবে।