হোম > ছাপা সংস্করণ

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার যমজ ভাই

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার যমজ ভাইয়ের নিখোঁজের ১০ দিন পর সন্ধান মিলেছে। গত শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের ঢাকার একটি হোটেল থেকে উদ্ধার করা হয়।

যমজ ভাইয়ের নাম ইশান ইসলাম ও তুষান ইসলাম (১৪)। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের তফিকুল ইসলামের ছেলে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন, যমজ দুই ভাই ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে চাটমোহর থানার উপপরিদর্শক মঈনুল হোসেন মিলনসহ সঙ্গীয় ফোর্স শুক্রবার ঢাকা শ্যামপুর থানা-পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে যমজ দুই ভাই ইশান ও তুষানকে ঢাকার হোটেল সিটি প্যালেস উদ্ধার করে।

ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন আরও বলেন, চাটমোহর থানায় যমজ দুই কিশোরকে নিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে দেওয়া হয়।

উল্লেখ্য, ১৫ ডিসেম্বর সকালে দুই ভাই কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর তারা আর বাড়ি ফেরেনি। পরে সন্ধান না পাওয়ায় গত রোববার তাদের বাবা তফিকুল ইসলাম চাটমোহর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ