করোনাভাইরাসের কারণে ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে মানসিক রোগী। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য বলছে, ২০১৯ সালের এপ্রিল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দুই বছরে এ-সংক্রান্ত রোগী বেড়েছে ৭৫ শতাংশ। এদের বেশির ভাগ হ্যালুসিনেশন এবং বিভ্রান্তিকর চিন্তাজনিত জটিলতার শিকার হয়ে চিকিৎসকের শরণাপন্ন হন।
আর চলতি বছরের জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬৫৫ জন যা ২০১৯ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি। গত বছর লকডাউন শুরুর পর থেকেই মূলত মানসিক রোগে আক্রান্ত হওয়া বেড়ে যায়। এদের মধ্যে যাঁরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন, তাঁদের হিসাবে আনা হয়েছে।