সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় শামীম আক্তার (৩২) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
শামীম আক্তার পাবনার আতাইকুলা থানার গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা। তিনি বান্দরবানের আলীকদম সেনানিবাসে কর্মরত ছিলেন। হাটিকুমরুল থানার উপপরিদর্শক মো. আব্দুল্লাহ হেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল্লাহ হেল বাকী আজকের পত্রিকাকে জানান, নিহত শামীম আক্তার মোটরসাইকেলযোগে বগুড়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়ায় পৌঁছালে রাস্তার পাশে গর্তের মধ্যে পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সেনাবাহিনীর পক্ষ থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।