হোম > ছাপা সংস্করণ

জলবায়ু প্রতিবেদন বদলাতে লবিং

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলতি মাসের ৩১ তারিখ থেকে ১৩ দিনব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা-বিষয়ক কনফারেন্স অব পার্টিসের ২৬তম বা কপ-২৬ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের এ সম্মেলনে বিশ্বের প্রায় সব দেশ, অসংখ্য এনজিও এবং ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। জলবায়ুবিষয়ক ২০১৫ সালের প্যারিস চুক্তির পর কপ২৬ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।

এবারের সম্মেলনে কয়লাবিদ্যুতের ব্যবহার কমানো, কার্বন নিঃসরণ চলতি শতাব্দীতে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখা এবং ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্য মাত্রায় নিয়ে আনা নিয়ে দেশ ও প্রতিষ্ঠানগুলো নিজেদের পরিকল্পনা পেশ করবে। তা ছাড়া এসব বিষয়ে বড় ধরনের কিছু ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

কিন্তু সম্মেলনের মাত্র সপ্তাহখানেক আগে এতে পেশ করার জন্য তৈরি করা জলবায়ুবিষয়ক একটি খসড়া প্রতিবেদন বদলাতে কয়েকটি দেশ ও প্রতিষ্ঠান তদবির করার খবর ফাঁস হয়েছে। বিবিসি জানায়, সৌদি আরব, জাপান, অস্ট্রেলিয়া, নরওয়ে, আর্জেন্টিনা, ভারত এবং অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর সংগঠন ওপেকসহ ৩২ হাজারের বেশি দেশ, কোম্পানি এবং প্রতিষ্ঠান কপ২৬ উপলক্ষে তৈরি করা খসড়া প্রতিবেদন বদলাতে লবিং করেছে। তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যে নিয়ে আনার প্যারিস চুক্তির লক্ষ্যমাত্রা নিয়ে ঘোরতর আপত্তি জানিয়েছে। তা ছাড়া জলবায়ু পরিবর্তন রোধে গরিব দেশগুলোকে দেওয়া তহবিল কমাতেও সুপারিশ করেছে কয়েকটি ধনী দেশ।

ফাঁস হওয়া নথিতে সৌদি সরকার কার্বন নিঃসরণ কমাতে দ্রুত বড় ধরনের পদক্ষেপ নেওয়া-সংক্রান্ত কথাগুলো বাদ দিতে তদবির করেছে। অস্ট্রেলিয়া কয়লার ব্যবহার শিগগিরই বন্ধ না করতে বিভিন্ন সুপারিশ করেছে। ভারতে আরও কয়েক দশক ব্যাপকহারে কয়লার ব্যবহার অব্যাহত রাখার কথা উঠে এসেছে।

দেশগুলোর মধ্যে সৌদি বিশ্বের বৃহত্তম অপরিশোধিত জ্বালানি রপ্তানিকারক দেশ। অস্ট্রেলিয়া শীর্ষ কয়লা রপ্তানিকারক। আর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্যবহারকারী দেশ।

জাতিসংঘের প্রতিবেদন বদলাতে তদবিরকারী দেশ ও পক্ষগুলো কার্বন নিঃসরণ না কমিয়ে বিকল্প ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। তারা কার্বন শোষণকারী ব্যয়বহুল প্রযুক্তিতে বিনিয়োগের আহ্বান করেছে। নরওয়ে এ বিষয়ে বেশি জোর দিয়েছে। কিন্তু এ ধরনের প্রযুক্তির কার্যকরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে খসড়া প্রতিবেদনটিতে।

কপ-২৬ এর আগে চলতি মাসেই বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ইতালির রোমে বসতে যাওয়া এ সভায়ও জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ