হোম > ছাপা সংস্করণ

চিংড়ির মাথায় জেলি চারজনকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে চিংড়ির মাথায় জেলি পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালান ভোক্তা অধিকারের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।

হাসান আল-মারুফ জানান, ওজন বাড়ানোর জন্য চিংড়ির মাথায় এক ধরনের জেলি ঢুকিয়ে দেওয়া হয়। এক ক্রেতা মাছ কিনে বাসায় যাওয়ার পর এটি দেখতে পান। তিনি পুলিশের জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে তা জানান। এরপর বোয়ালিয়া থানার মাধ্যমে তাঁরা এ খবর পান। এরপর সাগরপাড়া কাঁচাবাজারে গিয়ে মাছ বিক্রেতা মো. রজব ও মো. লিটনের কাছে এর সত্যতা পাওয়া যায়। এ সময় দুজনকে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়। এ দুই ব্যবসায়ী শালবাগান এলাকার হেলালের আড়ত থেকে মাছ কিনেছিলেন।

অভিযান চালিয়ে হেলালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমচত্বর এলাকায় গিয়ে সোলেমান আলী নামের এক ব্যক্তির মাছের দোকানেও জেলি দেওয়া চিংড়ি পাওয়া যায়। তখন তাঁকেও এক হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাঁর দোকানে থাকা ২ কেজি ৮০০ গ্রাম মাছ জব্দ করে ধ্বংস করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ