হোম > ছাপা সংস্করণ

নর্দমা সংস্কারে ধীরগতি

আয়নাল হোসেন, ঢাকা

পুরান ঢাকার ইসলামপুর খুবই গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, চালের আড়ত। পাশে বাদামতলীতে রয়েছে ফলের ব্যবসা। ফলে এই এলাকার ইসলামপুর রোড খুবই গুরুত্বপূর্ণ। এটি সব সময়ই থাকে ব্যস্ত। তবে রোডটির নিচে নর্দমা সংস্কার করা হচ্ছে প্রায় দুই মাস ধরে। এর কেটে রাখা মাটি ফেলে রাখা হয়েছে সড়কজুড়ে। এতে ব্যবসায়ীসহ এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। সেই ভোগান্তি আরও বাড়িয়েছে কাজের ধীরগতি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দেশের সর্ববৃহৎ ব্যবসায়িক হাব পুরান ঢাকার ইসলামপুর। সে জন্য ইসলামপুর সড়ক দিয়ে প্রতিদিন শত শত রিকশা, ভ্যান, ট্রলি, ঠেলাগাড়িতে মালামাল আনা-নেওয়া করা হয়। আর রাতে মিটফোর্ড রোড, ইসলামপুর রোড হয়ে ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানে মালামাল বহন করা হয়। এ কারণে সড়কটি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায় দুই মাস ধরে সড়কটিতে থাকা নর্দমার সংস্কারকাজ চলতে থাকায় ব্যবসায়ীসহ এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ইসলামপুর রোডের হৃদয় বেকারির কর্ণধার সফিকুল ইসলাম জানান, ইসলামপুর রোডে সামান্য বৃষ্টি হলেই সার্বক্ষণিক কাদা-পানি লেগে থাকত। ছয়-সাত বছর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র সাঈদ খোকন বাবুবাজার-ইসলামপুর রোড পরিদর্শনে আসেন। তখন ব্যবসায়ীদের দাবির মুখে সড়কটি এক মাসের মধ্যে সংস্কার করে দেন তিনি। এরপর পদ্মার পানি আনার জন্য ঢাকা ওয়াসার পক্ষ থেকে আরেক দফা খোঁড়া হয়। সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে নর্দমা সংস্কারে তৃতীয় দফা খোঁড়াখুঁড়ির কাজ চলমান রয়েছে।

এ রোডের মেসার্স রাতুল মেডিকেল হলের মালিক নূর ইসলাম জানান, গত কোরবানির ঈদের ২০-২৫ দিন আগে থেকে সড়কটি কাটা শুরু হয়। দীর্ঘদিনেও কাজ শেষ হয়নি। এতে তাঁদের ভোগান্তির শেষ নেই। দোকানগুলোতে বিক্রি অনেকটা কমে গেছে। তিনি দ্রুত কাজ শেষ করার দাবি করেন।

বাবুবাজার-আরমানিটোলা সমাজকল্যাণ সংসদের সদস্যসচিব জাকির হোসেন রনি বলেন, ইসলামপুর রোডটি অনেক গুরুত্বপূর্ণ। এই রোডে ১২-১৫টি বড় ওষুধের মার্কেট রয়েছে। সারা দেশ থেকে ব্যবসায়ীরা কাপড় কিনতে আসেন এখানে। রাতের বেলায় সড়কটিতে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করে। রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ভোগান্তির শেষ নেই। এমনকি হেঁটে চলাও মুশকিল। দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি করেন তিনি।

সংস্কারকাজে ধীরগতির কারণে কাপড় ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ঈদের অনেক আগে থেকেই রাস্তাটি কেটে ফেলে রাখা হয়। এই রাস্তা কেটে মাটি দুই পাশে রাখায় হেঁটে চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ না হলে তাঁদের লোকসান আরও বাড়বে। দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ায় কাপড়ের ব্যবসা এমনিতেই মন্দা চলছে। এমন পরিস্থিতিতে রাস্তার ভোগান্তি তাদের আরও দুর্ভোগ বাড়িয়েছে বলে জানান ইসলামপুর রোডের একজন কাপড় ব্যবসায়ী।

সার্বিক বিষয়ে ডিএসসিসির প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ বলেন, কাজটি দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। ২০ আগস্টের মধ্যে কাজ সম্পন্ন না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ