তালেবান ক্ষমতা দখলের পর আফগানদের সরানোর জন্য ব্রিটেনের উদ্যোগ ‘বিশৃঙ্খলা’ ও ‘অকার্যকর’ ছিল বলে জানিয়েছেন একজন তথ্য ফাঁসকারী। রাফায়েল মার্শাল নামের ওই ব্যক্তি জানান, মূলত কাকে নেওয়া হবে এবং কাকে নেওয়া হবে না তা ‘ইচ্ছামতো’ বেছে নেওয়া হয়েছিল। এমনকি হাজার হাজার ইমেইল পড়েও দেখা হয়নি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
মার্শাল জানান, আফগান ইস্যুতে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব সিদ্ধান্ত নিতে পারছিলেন না। তবে রাব বলছেন, অন্য দেশের তুলনায় ব্রিটেন বেশ ভালো কাজ করেছে। দুই সপ্তাহে ১৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র ছাড়া আর কেউই এত লোক সরাতে পারেনি।