বন্ধু তমাল হোসেনের (১৯) মৃত্যুর এক দিন পর মারা গিয়েছেন সৌরভ হাসান (১৯)। গত শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান তাঁর বন্ধু তমাল।
নিহতদের দুজনই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার নারায়ণপুর গ্রামে তমালের নানা বাড়িতে আকিকার মাংস দিতে যাচ্ছিলেন দুই বন্ধু। পথিমধ্যে সাবদারপুর খালিশপুর সড়কে পৌঁছালে পেছন থেকে একটি মাটি টানার ট্রাক্টর তাঁদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এলাকাবাসী দুজনকে গুরুতর আহত অবস্থায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তমালকে মৃত ঘোষণা করেন। সৌরভকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তিনি মারা যান।
দুই বন্ধুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছেন স্থানীয় চেয়াম্যানসহ অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিরা।