হোম > ছাপা সংস্করণ

ধান চাষে দুশ্চিন্তা কৃষকের

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

আসছে বোরো ধান চাষের মৌসুম। কৃষকেরা আমন ধান কেটে জমি প্রস্তুতের কাজ শুরু করেছেন। তবে উৎপাদন খরচ নিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। কারণ সম্প্রতি ডিজেলের পাশাপাশি বেড়েছে ধানবীজের দামও। ডিজেল ও সরকারি বীজের দাম বেড়ে যাওয়ায় এখন দিশেহারা কৃষকেরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় এবার ২ হাজার ৩০০ হেক্টরের বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। জমিতে গত ১৫ নভেম্বর থেকে চারা প্রস্তুতের কার্যক্রম শুরু হয়েছে, চলবে ডিসেম্বর পর্যন্ত। বীজতলা তৈরির প্রস্তুতি নিতে গিয়ে কৃষকেরা শুরুতেই হোঁচট খেয়েছেন। ডিজেলের পরে বেড়েছে সরকারি বীজের দাম।

ডিজেলের দাম লিটার প্রতি বেড়েছে ১৫ টাকা। এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আবার গতবারের তুলনায় সরকারি বীজের দাম কেজিপ্রতি একলাফে ১০ থেকে ১৫ টাকা বাড়ল। কৃষক পর্যায়ে প্রতিকেজি বীজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সরেজমিন উপজেলার বিএডিসি অনুমোদিত ডিলারের দোকান গুলো ঘুরে দেখা যায়, বিআর-২৮,৫৫, ৬৩,৬৭, ,৮৬, ৮৮, বিনা-৮,৫, ১০,১৪, বিআর-৩,১৪, ২৬ জাতের বীজ এসেছে। চারঘাটে বিআর ২৮ ও ২৯ জাতের চাহিদা বেশি। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে প্রকারভেদে প্রতি কেজি বীজ ১০ টাকা দাম কমায়। ২০২০ সালে বিআর ২৮,৫৫ ও ৬৩ জাতের বীজের মূল্য ছিল কেজিপ্রতি ৩৯ টাকা। এ বছরের মূল্য ৫০ টাকা। বিনা জাতের বীজ ৩৮ টাকার পরিবর্তে ৫৩ টাকা দাম ঠিক করা হয়েছে।

এ বিষয়ে উপজেলার সদর ইউনিয়নের কৃষক আনন্দ কুমার বলেন, ডিজেলের পর বীজের দাম কেজিতে বেড়েছে ১০-১৫ টাকা। বীজের দাম বৃদ্ধির কারণে তিনি এখনো পাতা ফেলতে (বীজ বুনতে) পারেননি। অপরদিকে বোরো চাষে সেচ গুরুত্বপূর্ণ। ডিজেলের দাম বৃদ্ধির কারণে সেচে খরচ বাড়বে। এ অবস্থায় বোরো আবাদ করা নিয়ে সংশয়ে আছেন তিনি।

নিমপাড়া ইউনিয়নের কৈডাঙা গ্রামের কৃষক আব্দুল কাদের বলেন, ডিজেলের পর বীজেরও দাম বেশি। সব মিলিয়ে ধান উৎপাদনে এবার বৃদ্ধি পাবে খরচ। সেই হিসেবে দাম না পেলে কৃষক সর্বস্বান্ত হবে। হঠাৎ এভাবে বীজের দাম কেজি প্রতি ১০ টাকা বাড়ানোয় অনেক কৃষক ধান চাষ বিমুখ হবে।

উপজেলার বিএডিসি অনুমোদিত বীজ ডিলার রাসেল মাহমুদ বলেন, ‘ধান বীজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে বীজের বস্তায় লেখা সরকারি দাম অনুযায়ী গতবারের চেয়ে কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। আমরা সরকারি দাম অনুযায়ী বীজ বিক্রি করছি।’

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ আজকের পত্রিকাকে জানান, ‘কৃষকের সমস্যা সমাধানে কৃষি বিভাগ কৃষকদের ভর্তুকি দিচ্ছে। এ অবস্থায় সরকারি বীজের দাম বাড়ার কথা না। আমরা এ বিষয়ে এখনো চিঠি পাইনি। তবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে বাজার মনিটরিং করব।’

এদিকে বিএডিসি (বীজ) রাজশাহীর উপসহকারী পরিচালক জুলফিকার আলী আজকের পত্রিকাকে জানান, ‘বীজতলার শুরুর আগেই জেলা ও উপজেলা পর্যায়ের ডিলারদের কাছে চাহিদামতো বীজ পাঠানো হয়েছে। তিনি বলেন, বীজের দাম বাড়েনি, তবে গত বছর কৃষকদের প্রতি কেজি বীজে ১০ টাকা সরকারি ভাবে প্রণোদনা ছিল। এবার তা নেই। তবে কোনো অবস্থাতেই বীজের সংকট হবে না। সরকার চাহিদামতো বীজ সরবরাহ করবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ