তেরখাদা উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১টায় অফিসার্স ক্লাব মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলাতানার সভাপতিত্বে সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. সাইদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা প্রকৌশলী ওয়ালিদ ইবনে হাসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা প্রমুখ।