ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন চাঁন মিয়া। এর আগে তিনি ওই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের সুহিলা বুধবাড়ীয়া বাজারে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এই দায়িত্ব নেন তিনি। ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল আহমেদের উপস্থিতিতে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় তাঁকে।
সভা সূত্র জানায়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের পরে সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ঢাকায় অবস্থান করায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটছিল। সাংগঠনিক কাজ বেগবান করতে দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত অন্যান্য নেতাকর্মীদের সামনে মো. চান মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।
সভা শেষে মো. চাঁন মিয়া বলেন, সংগঠনের সব নিয়মকানুন মেনে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা হবে।