হোম > ছাপা সংস্করণ

চিংড়ি চাষে নীতিমালা প্রণয়নের দাবি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষের জন্য অনুকূল পরিবেশ তৈরি ও সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় চিংড়ি চাষিদের আয়োজনে গত রোববার বিকেল চারটায় শ্যামনগর উপজেলার নুতনঘেরী ভেড়ারমোড় এলাকায় এ মানববন্ধন হয়।

নিয়মতান্ত্রিকভাবে বাগদা চিংড়ি চাষের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা চিংড়ি শিল্পের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চিংড়ি চাষিসহ এ শিল্পের ওপর নির্ভরশীল ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেয়।

বক্তারা জানান, উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর ও নুরনগরের গোনা, দুরমুজখালী এবং কুলতলী এলাকায় সরকারিভাবে অনুমোদিত ৫টি মিনি স্লুইসগেট রয়েছে। এসব গেট ব্যবহার করে স্থানীয় চিংড়ি চাষিরা লোনা পানি উঠিয়ে প্রায় চার দশক ধরে চিংড়ি চাষ করছে। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ সুবিধা না পেয়ে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করায় প্রশাসনের পক্ষ থেকে গেটগুলো দিয়ে পানি ওঠানো বন্ধ করে দেওয়ায় এসব এলাকার চিংড়িচাষ বন্ধের কারণে এ শিল্পের সঙ্গে জড়িতরা দিশেহারা। লবণযুক্ত এসব এলাকায় চিংড়ি চাষ বন্ধ হলে হাজার চিংড়ি চাষি ও এ শিল্পের ওপর নির্ভরশীল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তাঁরা দাবি করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ