সাতক্ষীরায় বাগদা চিংড়ি চাষের জন্য অনুকূল পরিবেশ তৈরি ও সুনির্দিষ্ট নীতিমালার দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় চিংড়ি চাষিদের আয়োজনে গত রোববার বিকেল চারটায় শ্যামনগর উপজেলার নুতনঘেরী ভেড়ারমোড় এলাকায় এ মানববন্ধন হয়।
নিয়মতান্ত্রিকভাবে বাগদা চিংড়ি চাষের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা চিংড়ি শিল্পের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে চিংড়ি চাষিসহ এ শিল্পের ওপর নির্ভরশীল ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেয়।
বক্তারা জানান, উপজেলার কৈখালী ইউনিয়নের পরানপুর ও নুরনগরের গোনা, দুরমুজখালী এবং কুলতলী এলাকায় সরকারিভাবে অনুমোদিত ৫টি মিনি স্লুইসগেট রয়েছে। এসব গেট ব্যবহার করে স্থানীয় চিংড়ি চাষিরা লোনা পানি উঠিয়ে প্রায় চার দশক ধরে চিংড়ি চাষ করছে। তবে সাম্প্রতিক সময়ে বিশেষ সুবিধা না পেয়ে একটি পক্ষ ষড়যন্ত্র শুরু করায় প্রশাসনের পক্ষ থেকে গেটগুলো দিয়ে পানি ওঠানো বন্ধ করে দেওয়ায় এসব এলাকার চিংড়িচাষ বন্ধের কারণে এ শিল্পের সঙ্গে জড়িতরা দিশেহারা। লবণযুক্ত এসব এলাকায় চিংড়ি চাষ বন্ধ হলে হাজার চিংড়ি চাষি ও এ শিল্পের ওপর নির্ভরশীল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তাঁরা দাবি করেন।