মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুরে সরকারি জলাশয়ের কচুরিপানা পরিষ্কার অভিযানে নেমেছেন ভূমিহীন সংগঠনের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের ভূমিহীনরা কাফ্রিখাল বিলের উত্তর ও পূর্ব দিকে কচুরিপানা পরিষ্কার করেন।
ভূমিহীন সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে বিলের ওই অংশে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। বিষয়টি নিশ্চিত করেন ‘নিজেরা করির’ সংগঠক গৌতম দে সরকার। তিনি জানান, বিলটি ভূমিহীনদের দখলে থাকলেও মাঝেমধ্যে স্থানীয় প্রভাবশালীরা বাধা দিতেন। বর্তমানে ভূমিহীন সংগঠন বিলটি দখলে নিয়ে মাছ চাষ করছে।