হোম > ছাপা সংস্করণ

এবার ‘রাজকীয় সড়কবাতি’

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী শহরের বিভিন্ন সড়কে এখন শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন সড়কবাতি। গত বছর থেকে শহরের নতুন সড়কগুলোতে বসানো শুরু হয়েছে প্রজাপতির মতো ডানা মেলে থাকা সড়কবাতি। এগুলো ‘প্রজাপতি বাতি’ নামে ব্যাপক পরিচিতি পেয়েছে। এবার আরেকটি চমক নিয়ে এসেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। একটি সড়কে বসানো হচ্ছে ‘রাজকীয় সড়কবাতি’।

রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত আড়াই কিলোমিটার চার লেন সড়কে বসছে দৃষ্টিনন্দন এসব আধুনিক বাতি। গত রোববার সকাল থেকে সড়কটিতে আধুনিক বাতির দৃষ্টিনন্দন খুঁটি বসানোর কাজ শুরু হয়। এ ছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে গার্ডেন লাইট। রোববার বিকেলে সড়কবাতির দৃষ্টিনন্দন খুঁটি বসানোর কাজ পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি করপোরেশন জানিয়েছে, ১২৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর কল্পনা সিনেমা হলের মোড় থেকে তালাইমারী পর্যন্ত সড়কটি প্রশস্ত করা হয়েছে। সড়কটি উন্নীত হয়েছে চার লেনে। সড়কটি প্রশস্তকরণের পর এবার সড়কের আইল্যান্ডে বসানো হচ্ছে ১৩০টি আধুনিক সড়কবাতির দৃষ্টিনন্দন খুঁটি। প্রতিটি খুঁটিতে থাকছে ১৩টি আধুনিক লাইট। এ ছাড়া সড়কের দক্ষিণ পাশে বাঁধে স্থাপন করা হচ্ছে ১৮০টি গার্ডেন লাইট।

রোববার সড়কটিতে নতুন সড়কবাতি বসানোর পর থেকেই এর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবির ক্যাপশনে এই বাতিগুলোকে ‘রাজকীয় সড়কবাতি’ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ