ব্রাহ্মণপাড়ার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুরে বিনা খরচে চোখের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ আই কেয়ার হাসপাতালের উদ্যোগে মনোহরপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ উপলক্ষে ক্যাম্পের আয়োজন করা হয়।
এতে সহযোগিতা করেন দুর্নীতি দমন কমিশনের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া। চিকিৎসাসেবা দেন হাসপাতালটির জ্যেষ্ঠ অটোমেট্রিষ্ট মো. গোলাম মহিউদ্দিন চৌধুরী সোহেল ও সহকারী মো. শাকিল আহামেদ। দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন এলাকার আনুমানিক ৫০০ ব্যক্তিকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, ফরিদ উদ্দিন মাস্টার, হাজী আফাজ উদ্দিন, মৎস্যজীবী লীগ নেতা মহিউদ্দিন হোসেন লিটন প্রমুখ।