নাটোরে সানোয়ার হোসেন নামে এক কৃষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রামবাসী। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার কৈগাড়ি কৃষ্ণপুর গ্রামে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হামলাকারী জামাল খামারুর বড় ভাই চাঁন খামারু ও আতাউর খামারু এবং আহত সানোয়ারের বাবা নুর মোহম্মদ ও মা আনোয়ারা বেগমসহ গ্রামের বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, জামাল এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন। গত বুধবার সকালে গ্রামের কৃষক সানোয়ার গরু কেনার জন্য টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পথে এলাকার মাজেদের দোকানে চা খাওয়ার সময় জামালসহ অজ্ঞাত দুই থেকে তিনজন ধারালো অস্ত্র নিয়ে সানোয়ারের ওপর চড়াও হন। এ সময় জামাল তাঁর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ তুলে হাঁসুয়া দিয়ে সানোয়ারের গলায় ও পেটে আঘাত করেন। সেই সঙ্গে তাঁর কাছে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। স্থানীয় বাসিন্দারা পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত সানোয়ারের স্ত্রী সাহারা বেগম বাদী হয়ে জামালকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ করেন।
মাননবন্ধনে জামালকে আইনের আওতায় নেওয়াসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।